মার্কিন সামরিক বাহিনীর ভুলে লোহিত সাগরে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত
- By Jamini Roy --
- 22 December, 2024
লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর এক রণতরী থেকে ভুলক্রমে ছোড়া ক্ষেপণাস্ত্রে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিমান বিধ্বস্ত হলেও পাইলটরা নিরাপদে বের হতে পেরেছেন। মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ফ্লোরিডায় অবস্থিত সদর দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সেন্টকম জানিয়েছে, লোহিত সাগরের আকাশে মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান এফ/এ-১৮ হর্নেটকে ভুলক্রমে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করা হয়। যুদ্ধবিমানটি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান রণতরীর ক্রুরা পরিচালনা করছিলেন। ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল আরেক মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে।
সেন্টকমের বিবৃতিতে আরও বলা হয়, বিমান থেকে পাইলটরা নিরাপদে বের হতে সক্ষম হন। তাদের মধ্যে একজন সামান্য আঘাত পেয়েছেন। প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে, ঘটনাটি শত্রুপক্ষের কারণে নয়, বরং ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর কারণে ঘটেছে।
ঘটনার একইদিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়। হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম ও কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলাগুলো পরিচালিত হয়। এই অভিযানে মার্কিন বাহিনী হুতিদের একাধিক ড্রোন ও জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
লোহিত সাগরে মার্কিন বাহিনীর সক্রিয়তা বৃদ্ধি এবং হুতিদের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানের ফলে ওই অঞ্চলে উত্তেজনা তীব্র হয়েছে।
সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিমান ধ্বংসের কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভুল যোগাযোগ কিংবা প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ ধরনের ঘটনা মার্কিন সামরিক সক্ষমতা এবং রণতরীর পরিচালনায় দুর্বলতা প্রকাশ করে। বিশেষজ্ঞরা বলছেন, ভুলত্রুটির কারণে সংঘটিত ঘটনা ভবিষ্যতে এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম এবং ভুলত্রুটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। বিশেষত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং লোহিত সাগরে সামরিক কার্যক্রম ঘিরে ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।